মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াভালী) প্রতিনিধি।। দাবি কৃত অতিরক্ত টাকা না দেয়ায় কুয়াকাটা সৈকতের কাঁকড়া-মাছ ফ্রাই করার চারটি দোকানে ভাংচুর করা হয়েছে। তছনছ করা হয়েছে সকল আসবাবপত্র। কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউসুফের নেতৃত্বে এ ভাংচুরের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। ক্ষতিগ্রস্ত দোকানি বেল্লাল, আল-আমিন, মিজান ও জাহাঙ্গীর জানান, সোমবার ভোরে এ ভাংচুরের ঘটনা ঘটে।
তাদের অভিযোগ পরিচ্ছন্ন কর্মী ইউসুফ ও তার সহযোগিরা গত দুই বছর ধরে সকল কাঁকড়া-মাছ ফ্রাই করার দোকানের বর্জ্য পরিচ্ছন্নের কাজ করে আসছিল পৌরসভার কর্মীরা। প্রথমে এদেরকে দোকান প্রতি ৫০ টাকা। পরে বাড়িয়ে এক শ’ টাকা। এরপর আবার বাড়িয়ে ১৫০ টাকা করে দোকান প্রতি পরিচ্ছন্নকর্মীদের দিয়ে আসছিলেন দোকানিরা।
কিন্তু আরও বেশি টাকা দাবি করছিল তারা। যা না দেয়ায় চারটি দোকানে ভাংচুর চালানো হয়। করা হয় আসবাবপত্র তছনছ ফলে তারা চরম ক্ষতির শিকার হয়েছে। তারা ক্ষতিপুরনসহ প্রতিকার চেয়েছেন পৌর কতৃপক্ষের কাছে। কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরও জানান, কোন পরিচ্ছন্ন কর্মীকে টাকা দেয়ার সুযোগ নেই। এরা পৌরসভার নিয়মিত বেতনধারী কর্মচারী। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply