শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল ও ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন মিডলওয়েট খেতাব অর্জনকারী কিংবদন্তি বক্সার মার্ভেলিয়াস মার্ভিন হাগলার মারা গেছেন।
শনিবার (১৩ মার্চ) মার্ভিন হাগলারের স্ত্রী কেয় জি হাগলার তার অফিসিয়াল ফেসবুক পেজে এ বক্সারের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে হাগলারের বয়স হয়েছিল ৬৬ বছর।
জি হাগলার তার ফেসবুকে পেজে লিখেন, স্বামী মার্ভেলিয়াস মার্ভিন হাগলার বাড়িতে মারা গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারের সবাই কঠিন সময় পার করছি।
১৯৮০ সালে হাগলার ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল ও ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন মিডলওয়েট খেতাব অর্জন করেন। ১৯৮৩ সালে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনে শিরোপা অর্জন করেন।
১৯৮৫ সালে থমাস হিটম্যান হেরেন্সের বিপক্ষে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল অন্যতম ক্লাসিক ম্যাচ। হাগলার মাত্র আট মিনিটের মধ্যে ম্যাচটি জিতে শেষ করেছিলেন। ১৯৮৭ সালে ক্যারিয়ারের সমাপ্তি টানেন কিংবদন্তি হাগলার।
বক্সিং ক্যারিয়ারে মার্ভেলিয়াস মার্ভিন হাগলার ৬২ জয়, দুটি ড্র করেন। আর তিনটি খেলায় পরাজিত হন। আন্তর্জাতিক বক্সিং হল অফ ফেমেও রাখা হয়েছে হাগলারকে। খেলা থেকে অবসর নেয়ার পরে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন হাগলার।
Leave a Reply