রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে করোনাকালীন সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় বাল্যবিবাহ বৃদ্ধি পাওয়ায় এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ঝরেপড়া রোধকল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক এবং মা সমাবেশে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় গত সোমবার উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বালক ও বালিকা বিদ্যালয় ছাত্র-ছাত্রী অভিভাবক ও মা দের নিয়ে সচেতনামূলক সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করোনাকালীন সময় বাল্যবিবাহ ও ঝড়েপড়া রোধ এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিতকরণ সভায় মা-মেয়ে ও অভিভাক দের উপস্থিতিতে কেউন্দিয়া মাধ্যমিক অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফা সিদ্দিকা, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, কেউন্দিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আব্দুল জিয়াদ, কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল, প্রধান শিক্ষক রত্নেশ্বর মল্লিক, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ।
উপজেলায় করোনা কালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে ও ঝড়ে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এদের শ্রেণিকক্ষে কিভাবে আবার ফিরিয়ে এনে ঝড়ে পড়া রোধ করা যায় এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ছাত্রীদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে সচেতন হওয়ার আহ্বান জানান।
সর্বশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। আর নয় বাল্যবিবাহ, আমরা সবাই সচেতন হব, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
Leave a Reply