রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে গলাকেটে নৃশংস হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচার দাবীতে মানববন্ধন করছে শিক্ষার্থী ও শিক্ষকরা।বুধবার (৬ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টায় শহরের সরকারি মহিলা কলেজের সামনের সড়কে প্রতিবাদ, শোক আর বিচার দাবীতে সমবেত হন তারা।কলেজ অধ্যক্ষ প্রফেসার মো. জাহাঙ্গীর খানের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সৈয়দ আলী আযম, সহকারী অধ্যাপক ডক্টর মো. শামীম আহমেদ ও কামরুল ইসলাম, প্রভাষক সুরাইয়া পারভিন, শিক্ষার্থী রাশনিয়া তালুকদার, নুসরাত জাহান প্রমুখ।
বক্তারা এ নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবীসহ পথেঘাটে নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবী জানায়।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ির ফেরার পথে জেলার নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের কাপুড়িয়া বাড়ি এলাকায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে জবাই করে হত্যা করা হয়।
প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ায় সোহাগ নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
Leave a Reply