শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান না করায় ছয় পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ৪ জুন ) বিকালে মহিপুর বন্দরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মহিপুর বন্দরে অভিযান চালিয়ে ছয় পথচারীকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন।
একই সময় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলার অপরাধে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, করোনার প্রকোপ থেকে মানুষকে সচেতন করতে সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও এখনও অসচেতন কলাপাড়ার মানুষ। প্রথমদিবসের অভিযানে ছয়জনকে জরিমানা করা হয়েছে মাস্ক না পড়ার অপরাধে।
এছাড়া মহিপুর বন্দরে সরকারি নির্দেশ ভঙ্গ করে সরকারি বন্দোবস্ত নেয়া জমিতে স্থাপনা নির্মান করায় তিনজনকে সাতদিন করে বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন মহিপুরের আঃ মালেক সিকদার, আঃ লতিফ খা ও আলামিন মুসুল্লী। এসময় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মান করায় ছয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
Leave a Reply