রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২২ পালিত হয়েছে। কলাপাড়া পৌরসভার আয়োজনে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ ভাসা প্রজেক্টের সহযোগীতায় কলাপাড়া পৌর মিলনাতনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন ভাসা প্রজেক্টর এরিয়া কোডিনেটর দেবীকা দাস।
প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প উপস্থাপন করেন সহায়ক এরিয়া কোডিনেটর মনির হোসেন ও সহকর্মী রজত সেন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন ঘূর্ণিঝড় কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর, কাউন্সিলর মাহাবুব আলম, এনজিও কর্মী সাইদুর রহমান, মনিরুল ইসলাম, জেমস রাজিব বিশ্বাস প্রমূখ। কলাপাড়ায় ২টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে এই প্রকল্পের মাধ্যমে সমন্বিত শিশু দিবাযতœ কেন্দ্র, ৫ থেকে ১০ বছরের শিশুকে সাতার প্রশিক্ষন ও চিকিৎসা প্রশিক্ষন দিয়ে আসছে।
Leave a Reply