বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ভাড়ানি খালের আয়রণ ব্রিজ বিধ্বস্ত হয়ে আনেচ প্যাদা (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়েছে শাহীন হাওলাদার, সেলিম গাজী, মোজাম্মেল হাওলাদার ও জাহাঙ্গীর ফরাজী। এদের মধ্যে তিনজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা শহীন হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় চৌকিদার আনোয়ার হোসেন জানান, বালু বোঝাই নসিমন (টমটম) ঝুকিপুর্ণ ওই ব্রিজে উঠলে ব্রিজটি বিধ্বস্ত হয়ে নসিমনসহ খালে পড়ে ডুবে যায়। ব্রিজ বিধ্বস্ত হওয়ার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজন ছাড়া অন্য সবাইকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।
এলজিইডির নির্মিত ওই ব্রিজটি আয়রণ স্ট্রাকচারের ওপর ঢালাই করে নির্মিত হওয়ার পরে দুই বছর আগে ব্রিজটির পশ্চিম পাড়ের দিক আংশিক বিধ্বস্ত হয়। কোনো যাবাহন মালামাল কিংবা যাত্রীসহ চলাচলে নিষেধ রয়েছে। তা উপেক্ষা বালু বোঝাই নসিমন ওঠায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। নিখোঁজ ব্যক্তি বিধ্বস্ত ব্রিজের নিচে চাপা পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ওই স্পটে ইতিমধ্যে একটি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ চলছে। ঝুঁকিপূর্ণ আয়রণ ব্রিজ শুধু মানুষ পায়ে হাটাচলার অবস্থায় ছিল।
Leave a Reply