শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা সেনানিবাস লেবুখালী এর সৌজন্যে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর আয়োজনে ৭ আর্টিলারি ব্রিগেড এর বাস্তবায়নে কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া ৭ আর্টিলারি ব্রিগেড এর ব্যবস্থাপনায় ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সিএমএইচ বরিশাল মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে ব্রিগেডিয়ার মেফতাহুল করিমসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক,
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন। মোট ১১০ দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়, যার মধ্যে ১১ জনের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।
এছাড়া ৬১ পুরুষ, ৬৫ নারী ও ১০ শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
Leave a Reply