রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: “উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় প্রস্তাবিত উপকূল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন ( রিও) এর আয়োজনে উপকূল দিবস পালন, শোভাযাত্রা , আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হয়। রিও’র নির্বাহি পরিচালক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার আনসার ভিডিপির সাবেক কর্মকর্তা মোঃ সগির আহমেদ খাঁন । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক মোঃ ফারুক খাঁন, কলাপাড়া উপজেলার আশার আলো প্রতিবন্ধী স্ব-সংগঠনের সভাপতি সুমন দেউরি, দেীলতপুর ইসলামিয়া আলিম মাদরাসার সহঃ শিক্ষক মেীলভি শহিদুল্লাহ, পাখিমারা বাজার কমিটির ক্রিয়া সম্পাদক কাজী আঃ রহিম , ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্নিঝড়ের প্রতক্ষ্য স্বাক্ষী আসলাম আলী মাঝি (১০০) প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিনাঞ্চলের সমুদ্ররেখায় বসবাসরত উপকূলবাসির জন্য স্মরনীয় দিন ১৯৭০ সালের ১২ ই নভেম্বর। এদিন বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে সবচেয়ে শক্তিশালী ঘূর্নিঝড় ভোলা সাইক্লোন। লন্ডভন্ড কওে দেয় উপকূল। বহু মানুষ প্রান হারান। ঘরবাড়ি হারিয়ে পথে বসেন। তাই দিবসটি রাষ্ট্রিয় স্বীকৃতির জোর আবেদন জানাচ্ছি।
Leave a Reply