সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে আজ বুধবার করোনা ভ্যাকসিন সংকটের কারণে অনেকেই টিকা দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দ্বিতীয়়় পর্যায় কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫০০ করোনার টিকা বরাদ্দ পায়। যা কত গতকাল মঙ্গলবার ৮০ জনকে এবং আজ ৪২০জনকে দেওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা শূন্য হয়ে পড়ে।
এদিকে করোনার ভ্যাকসিন গ্রহণ করার জন্য হাসপাতালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ছিল উপচে পড়া ভিড়়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ শত চেষ্টা করেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। এ সময় টিকা না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, খুব শিগগিরই টিকা পাওয়া যাবে। নতুন টিকা আসলে বিধি মোতাবেক সকলকে দেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply