শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
কুয়াকাটা প্রতিনিধি॥ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সকার ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শুরুর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। ভোট গ্রহনের শুরুতেই প্রত্যেক ভোট কেন্দ্রে নারী ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পৌর এলাকার ০৯টি ভোট কেন্দ্রের ৩৬টি বুথে ৮ হাজার ১২২ ভোটার বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১৭৭ এবং নারী ভোটার ৩৯৪৫ ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য মেয়র পদে চার জন এবং কাউন্সিলর ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভোট গ্রহন নির্বিঘ্ন ও গ্রহনযোগ্য করতে এক জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং নয়টি ভোট কেন্দ্রে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত দায়িত্ব পালন করছেন।
এছাড়া এছাড়া তিনটি টিমে ২৪ জন র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন, দুইটি টিমে বিজিবি’র ২২ জন সদস্য রয়েছে, ৩৫৪ জন পুলিশ সদস্য এবং ৬৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে বলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ নিশ্চিত করেছেন।
Leave a Reply