রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের এক নারী কাউন্সিলরকে অশালীন উক্তির অভিযোগ উঠেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে ।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আলীম উদ্দিন জানান, এ ঘটনা তদন্তে মহানগর পুলিশ দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে।
ওই নারী কাউন্সিলর সাংবাদিকদের বলেন, শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে এলাকার একটি বিষয়ে নিয়ে কথা বলতে তিনি কোতোয়ালি থানায় যান। এ সময় ওসি রেজাউল করিম তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলেন।রোববার (২১ এপ্রিল) তিনি বিষয়টি লিখিতভাবে সিটি মেয়র মোস্তাফিজার রহমানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন।এ বিষয়য়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ওসি রেজাউল করিম।
Leave a Reply