রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন আগের বারের মত আপনারা এবারও নির্বাচনে না আসলে নির্বাচনী বাস মিস করবেন। সেক্ষেত্রে দেশের জনগন আপনাদের চিরতরে প্রত্যাখান করবে। নির্বাচনী যে তফসিল ঘোষণা করা হয়েছে আমরা তার পক্ষে। জাতীয় ঐক্যফ্রন্টেরও উচিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করা। শনিবার (১০ নভেম্বর) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দশ বছর আগের তলাবিহীন ঝুঁড়ির বাংলাদেশ আজ উন্নয়ণের মহাসড়কে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও জনগনের সেই অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আকাঙ্খা পূরণে অঙ্গিকারবদ্ধ হয়ে লড়াই করবে। অনুষ্ঠিত কর্মীসভায় উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড ফায়জুল হক ফারাহীন বালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল হক নীলু, সম্পাদক শেখ মোহাম্মদ টিপু সুলতান এমপি, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ, বরিশাল-২ আসনের ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী যুবমৈত্রী নেতা জহুরুল ইসলাম টুটুল। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কমরেড সীমা রানী শীল, সদস্য জাহিদ হোসেন ফারুক, এইচ এম হারুন প্রমূখ। কর্মীসভায় জেলা-উপজেলার প্রায় পাঁচ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply