রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
মোঃ আরিফ বিল্লাহ নাছিম, মহিপুর (কুয়াকাটা) প্রতিনিধি: পায়রা বন্দরের কোল ঘেষা আন্দারমানিক নদের সাগর মোহনা মহিপুর থানার সদর ইউনিয়ানের নিজামপুর বেড়িবাঁধ ভেঙ্গে বর্ষা মৌসুম ধরে হাজারো গ্রামবাসী পানিবন্দী জীবনযাপন করলেও দেখার যেন কেউ ছিলনা। স্কুলসহ রাস্তাঘাট বিস্তীর্ণ মাঠ তলিয়ে আছে তিন থেকে পাঁচ ফুট পানির নিচে। প্রচন্ড পানির স্রোতে ভেসে যাচ্ছে কৃষকের ফসল ও রাস্তাঘাট।কোথায় রাস্তা , কোথায় কৃষকের ফসলের মাঠ কিংবা কোথায় বহমান খাল তা বোঝা মুশকিল। উচ্চ জোয়ারের প্লাবনে সাগর ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় মধ্যই প্রতিদিন মাইলের পর মাইল এলাকা পানির নিচে তলিয়ে যায়।
এ বিষয় নিজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ. সালাম বলেন, স্কুলের চারদিকে পানি তার মধ্যেও পড়ালেখার জন্য শিক্ষার্থীরা আসছে স্কুলে। এ পানির মধ্যদিয়ে আসতে আসতে ভিজে গেছে অনেক শিক্ষার্থী।জোয়ারের উচ্চ প্লাবনে শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যার কারণ হিসাবে দাড়িয়েছে বলে জানান তিনি। এ বিষয় নিজামপুরের স্থায়ী বাসিন্দা মোঃ সাওন বলেন , প্রতি আমবশ্যা ও পূর্নিমার উচ্চ জোয়ারে এভাবে স্কুলসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েন এলাকাবাসী।গত তিন থেকে চার বছর ধরে এবস্থা চললেও এই বিধ্বস্ত রাস্তাঘাটের উন্নয়নের কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে জানান তিনি। এ ব্যাপারে পাউবের ঠিকাদার ইউপি সদস্য লিটন বলেন , পানির স্রোতের কারনে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। তবে পানির চাপ একটু কমলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন বলে আশা করেছেন।
Leave a Reply