শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ নগরীর গড়িয়ারপার স্টেশনে বরিশাল থেকে ছেড়ে আসা মাহীন্দ্রা যাত্রী পুতুল(ছদ্মনাম)কে ইভটিজং করার অপরাধে স্থানীয় জনতার হাতে ধোলাই খেয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাবুগঞ্জের নব্য আওয়ামীলীগ নেতা আহসান হাবিব রাজ্জাক বলে সংবাদ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১০টায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগীর পিতা মোঃ হানিফ।
ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে রাজ্জাক ইতিমধ্যে একাধিক নাটক মঞ্চায়িত করেছেন।গন ধোলাইকে তিনি ইভটিজিং এর প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা বলে চালিয়ে দিতে স্থানীয় এক যুবক কে অভিযুক্ত করে এয়ারপোর্ট থানায় একটি মিথ্যা অভিযোগ করেছেন। করিয়েছেন লোক দেখানো মানববন্ধন। খোজ নিয়ে জানাযায়,
আহসান হাবিব রাজ্জাক এক সময়ে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন যুবদলের সক্রিয় রাজনীতি করতেন। সাম্প্রতিক উপজেলা আওয়ামীলীগের প্রভাবসালী এক নেতার হাত ধরে
আওয়ামী নেতা বনে যাওয়া রাজ্জাক দাপুটে জীবন যাপন করছেন।নব্য আওমীলীগের কারনে দলের বদনাম হওয়ায় ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
Leave a Reply