রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ পূর্ণিমার জোয়ারে ইন্দুরকানীর কচাঁ ও বলেশ্বর নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী গ্রামগুলোসহ গ্রামীন কাচা ও আধাপাকা সড়ক ডুবে যাওয়ায় চরমভোগান্তিতে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
শুক্রবার কচা নদীর টগড়া ও চরবলেশ্বর গ্রামে নদী তীরবর্তী বাঁধ না থাকায় ওই গ্রাম গুলো পানি ঢুকে একবারে এককার হয়ে গেছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। তেমনি ইন্দুকানী উপজেলা পরিষদের পাশে ইন্দুরকানী ঘরামী বাড়ী থেকে আটঘর পর্যন্ত এক কিলোমিটার কাচা সড়ক ডুবে যাওয়ায় মানুষ চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে গেছে।দীর্ঘদিন সড়কটি এ অবস্থায় থাকলেও তা মেরামত বা পূণঃনির্মাণ করছেনা কর্তৃপক্ষ।
এভাবে উপজেলার চরবলেশ্বর, দক্ষিণ ইন্দুরকানী, কালাইয়া, খোলপটুযা চন্ডিপুর এলাকার গ্রামীন সড়ক পানিতে তলিয়ে গেছে। ইন্দুরকানী গ্রামের রুহুল আমিন জানান, ইন্দুরকানী ডরের বাড়ী থেকে আটঘর সড়ক একযুগেও মেরামত না করায় একটু পানি বাড়লেই সড়কটি ডুবে যায়। মেম্বর চেয়ারম্যান এ দিকে খেয়াল করে না। স্থানীয় ইন্দুরকানী ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার জানান, টাকা বরাদ্দ না দিলে কি দিয়ে রাস্তা করব।
Leave a Reply