সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:শপথ নিয়েছেন পটুয়াখালী পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা। আজ মঙ্গলবার সকাল ১১টায় বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথমে নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মহিউদ্দিন আহমেদকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
পরে ৯টি সাধারন ওয়ার্ডের ৯জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৩জন মহিলা কাউন্সিলকে শপথ বাক্য পাঠ করার বিভাগীয় কমিশনার।
এ সময় বিভাগীয় কমিশনার নবনির্বাচিতদের শপথ ভঙ্গ না করা সহ আইনের বিধি বিধান মেনে চলার পরামর্শ দেন। সততার সাথে পরিষদ পরিচালনা করাসহ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।
জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগনের কাছে দায়বদ্ধ থেকে তাদের সকল সুখে-দুঃখে পাশে থাকার পরামর্শ দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, পটুয়াখালী জেলা এখন সারা দেশের উন্নয়নের শীর্ষে। সুতরাং পটুয়াখালীর জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেড়ে গেছে। তাদের নিজেদের সততার পরিচয় দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।
গত ২৮ ফেব্রুয়ারী পটুয়াখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী আলমগীরকে ১৫ হাজার ২শ’ ৬৮ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে মহিউদ্দিন পেয়েছিলেন ১ হাজার ২৪২ ভোট এবং কাজী আলমগীর পেয়েছিলেন ২ হাজার ৯শ’ ৭৪জন। বিএনপি বিহীন ওই নির্বাচনে মেয়র পদে ৫জন প্রতিদ্বন্ধিতা করেন।
শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাংবাদিক কাজল বরন দাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply