রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বরিশালে মন্দিরের পরিত্যক্ত তালাবন্ধ বাথরুম থেকে চারটি পেট্রোল বোমা ও পাঁচটিঁ ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আগৈলঝাড়া উপজেলার কাঠিরা মন্দিরের পরিত্যক্ত তালাবদ্ধ বাথরুম থেকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে।মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০ টার দিকে উপজেলার ওই মন্দির সংলগ্ন পরিত্যক্ত তালাবদ্ধ বাথরুম থেকে ৪টি বোতল পেট্রোল বোমা ও ৫ ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, মন্দির পরিচালনায় নিযুক্ত রয়েছেন কনক অধিকারী নামে একজন বয়স্ক বিধবা নারী। তিনি সেখানে একাই থাকেন। তার বাড়িতে অন্য কোন সদস্য ছিল না। তার তিন মেয়ে আছে এবং তারা ঢাকায় বসবাস করে ।বোমাগুলো কিভাবে বন্ধ বাথরুমে রাখা হলো সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আগৈলঝড়া থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন।
Leave a Reply