সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:অনেকটা আকস্মিকভাবে বন্ধ পাওয়া যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের ওয়েব সাইট।মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সাইটটি বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকে তথ্য নেওয়া বা জানা সম্ভব হচ্ছে না। ফলে ভোগান্তিতে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সকলকে।এমতাবস্থায় ওয়েব সাইটে প্রবেশ করতে গিয়ে দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে ‘ওয়েব সাইট কারেন্টলি আণ্ডার মেইন্টেনেন্স’। এই কথার মানে হচ্ছে ওয়েব সাইটটির রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এই বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ওয়েব সাইটটির রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। বেশ কয়েকদিন আগে সাইটের উন্নয়ন কাজ শুরু হয়েছে।এর ফলে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও আগামী এক সপ্তাহ পরে আর থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply