রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। অতিরিক্ত চাঁদা আদায় ও বাসচালককে মারধরের প্রতিবাদে বরিশাল থেকে ঝালকাঠিতে সরাসরি বাস চলাচল আবার বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝালকাঠির অভ্যন্তরীণ ৮টি পথে আজ শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন ঝালকাঠি বাস মালিক ও শ্রমিকেরা। বরিশাল বাস মালিক সমিতির কোনো বাস ঝালকাঠি হয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। আজ বেলা ১১টার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
ঝালকাঠির বাস শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে থেকেই বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নেতারা চাঁদার পরিমাণ বাড়িয়ে দেন। তাঁরা স্ট্যান্ডে গাড়ি রাখা বাবদ ২০ টাকার জায়গায় ৫০ টাকা, আবার মালিক সমিতির ৩০০ টাকার জায়গায় ৫০০ টাকা করে চাঁদা আদায় করছেন। বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নামে তাদের প্রতিনিধিরা এই চাঁদা আদায় করছেন। ঝালকাঠি জেলার বাস শ্রমিকেরা এই অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় বেশ কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, আজ সকাল ৮টার দিকে বাড়তি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ঝালকাঠি বাস মালিক সমিতির চালক মিলন মিয়াকে মারধর করে বরিশালের বাস শ্রমিকেরা। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চালকের ওপর হামলার খবর ঝালকাঠির শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদ হিসেবে তাৎক্ষণিক তাঁরা ঝালকাঠি বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ ৮টি পথে বাস চলাচল বন্ধ করে দেন।
একই সঙ্গে বরিশাল থেকে ঝালকাঠি ও খুলনাসহ অন্যান্য রুটের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলো বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দুই কিলোমিটার দূরে রায়াপুরায় আটকে দেন ঝালকাঠির শ্রমিকেরা। ফলে সেখানেই যাত্রীদের নামিয়ে চলে আসতে হয় বাসগুলোকে।
ঝালকাঠি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ আজ দুপুরে বলেন, ‘বরিশাল বাস মালিক সমিতি একটি সিন্ডিকেট করে ঝালকাঠি বাস মালিক-শ্রমিকদের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালাচ্ছে। ইচ্ছামাফিক কয়েক ধাপে চাঁদাবাজি, শ্রমিকদের মারধরসহ নানা অনিয়ম চালাচ্ছে। আজকেও আমাদের এক চালককে মারধর করা হয়েছে। আমরা এর বিচার চাই। একই সঙ্গে বরিশালের বাস মালিক সমিতির এই অন্যায় আচরণের প্রতিকার না হওয়া পর্যন্ত বরিশালের কোনো বাস ঝালকাঠির ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। আমাদের মালিক সমিতির বাসগুলো রায়াপুরায় নেওয়া হচ্ছে।’
এ প্রসঙ্গে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন বলেন, আজ সকালে যাত্রী তোলা নিয়ে পিরোজপুর ও ঝালকাঠি বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্যে ঝগড়া হয়। বরিশালের মালিক ও শ্রমিক নেতারা তা সমাধানের চেষ্টা করেন। কিন্তু ঝালকাঠির শ্রমিকেরা তা উপেক্ষা করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
প্রসঙ্গত বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বে ২০১৭ সালের ১৭ থেকে ২১ ডিসেম্বর এবং ২০১৮ সালের ৩ থেকে ২৩ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি থেকে বেশ কয়েক দিন বরিশাল থেকে ঝালকাঠি হয়ে সরাসরি ১১টি পথে বাস চলাচল বন্ধ ছিল।
Leave a Reply