শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই জন ও পৃথক অভিযান চালিয়ে একাধিক মামলার তিন পলাতক আসামীসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাঠিরা গ্রামের শুক্রবার রাতে এসআই জসীম উদ্দিন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই গ্রামের কৃষ্ণ কান্ত হালদারের ছেলে হিরণ হালদার (৩০) ও একই গ্রামের পবন বালার ছেলে রিপন বালা(৩২) কে গাঁজাসহ গ্রেফতার করেন। এঘটনায় ওই রাতেই এসআই জসীম উদ্দিন হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন, নং-৪ (৭.১২.১৮)।
অন্যদিকে জিআর ৯৬/১৮ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোল্লাপাড়া গ্রামের হাচেন আলী হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার (৩০)কে শুক্রবার রাতে গ্রেফতার করেন এসআই জসীম উদ্দিন হাওলাদার।
অন্যদিকে শনিবার রাতে ভালুকশী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফকরুল ইসলাম (৪৫) কে এসআই জসীম উদ্দিন ও এএসআই সরোয়ার বশির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। টেমার গ্রাম থেকে মোহম্মদ আলী সরদারের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জুলহাস সরদারকে গ্রেফতার করেছে এসআই দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply