রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জের রহিমগঞ্জে বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ বিশেষ বিবেচনায় এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহব্বায়ক,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রনালয়ের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়।
শনিবার সকালে প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ কমিটির সভাপতি,উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন ও বীরশ্রেষ্ঠের পরিবার,শিক্ষক-কর্মচারির উদ্যোগে র্যালীটি প্রতিষ্ঠান থেকে বের হয়ে রহিমগঞ্জ বাজার প্রদক্ষিন করে।
র্যালি পূর্বক আলোচনা সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন,বীরশ্রেষ্ঠের বড় ভাই মঞ্জুর রহমান বাচ্চু,ভগ্নিপতি নুরুল ইসলাম মাষ্টার,জাহাঙ্গীর নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ইউসুফ খান,সাধারন সম্পাদক এমআর বাদল প্রমুখ।
Leave a Reply