রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
সুমন খান, স্বরূপকাঠী প্রতিনিধি :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত জড়িয়ে পড়েছে সাবেক হালিম মেম্বরের বড় ছেলে মোস্তাক হোসেন বাচ্চু(৫৩)। স্থানীয় ওয়ার্ড বাসীরা জানান,পারিবারিক শত্রুতার রেশ ধরেই ঘটনার সুত্রপাত। চাচা ভাতিজার সম্পর্কের ফাটল ধরিয়ে চাচাবাচ্ছু চরম বিতর্কে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সাগর,আল আমিন,সোহাগ মিডিয়াকে জানান,আমাদের এলাকার আইয়ুবের ছেলে শাওন সহ ওর বন্ধুরা মিলে রাত্র আটটার দিকে ব্যাটমিন্টন খেলতে ছিল। এক পর্যায় বাচ্ছু ভাতিজাদের খেলাকে মেনে নিতে পারছিল না।
তাই বিভিন্ন ভাবে উস্কানি মুলক কথা বার্তা বলে আসছিল অনর্গল। তবে ভাতিজা সহ ওর বন্ধুরা চাচার কথায় কোন রকম কর্নপাত করেনি। তবে চাচার কুটকৌশলী সর্বশেষ কথায় ভাতিজা উত্তেজিত হয়ে উঠে। এলাকার প্রতিবেশীরা আরও জানান, চাচা বাচ্ছু খেলার সময়ে কারেন্টের তার আনার সময়ে বাচ্ছুর বাসার ডিসের তারে স্পর্শ করে। আর এ কারনে বাসার ডিস লাইনে ঝির ঝির করে আসছিল বলে জানান। আর তখনি চাচ্চু মুহুর্তের মধ্যে শাওনকে এলোপাথারী কানে চড় তাপ্পড় দেয়।
পরবর্তিতে পাল্টা শাওনও হাত দেয় চাচার শরীরে। তবে মোস্তাক হোসেন বাচ্ছু পরবর্তি সময়ে অতি মাত্রায় উত্তেজিত হয়ে ব্যাট দিয়ে পিটাতে থাকে। এমনকি ব্যাট দিয়ে পেটেও আঘাত করে বলে শাওন মিডিয়াকে জানান। তবে শাওনের অবস্থা খুবই শোচনীয় বলে এলাকার লোকজনরা জানান। জরুরী বিভাগের চিকিৎসক জানান,রোগীর মাথায় ৪০ টির মত সেলাই লেগেছে। আর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ রয়েছে। তবে রোগীর অবস্থা শংকটাপন্ন হলেও রোগী দারিদ্রতার কারনে বরিশাল শেবাচিমে যেতে অক্ষম। তবে চিকিৎসরা দক্ষতার সাথে নজর রাখছেন সর্বত্র।
এ ব্যাপারে হত দরিদ্র শাওনের পরিবার জানান,মানুষ এতটা পশু হতে পারে। নইলে ডিস লাইনের ঘটনাকে কেন্দ্র করে ভাতিজাকে বেধম মারধর করে। তবে ভিন্ন কথা বলেন চাচা বাচ্ছু। আসলে আমাকে অন্যায় ভাবে বকা ঝকা করে। প্রতিবাদ করার সাথে সাথে শাওন আমাকে মারধর শুরু করে। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধিন। এদিকে রাত্রের গটনা নিয়ে উভয় পরিবারের সাথে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এ ব্যাপারে স্থানীয় থানায় শাওনের পরিবার অভিযোগ দায়ের করেন চাচা বাচ্ছুর বিরুদ্বে।
Leave a Reply