রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
অারিফ হোসেন,বাবুগঞ্জ ॥“ শুধু মার্কা(প্রতিক)নয় প্রার্থীর দিকটাও বিবেচনা করতে হবে। প্রতিক নিয়ে আসলেই ভোট দেয়া যাবে না। ২০১৮ সালে এসে ভোটারদের বুঝতে হবে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ন প্রার্থী। কারন বাবুগঞ্জ-মুলাদীতে যারা বড় প্রতিক নিয়ে আসবে তাদের বিগত দিনে প্রতিনিধি বানিয়ে সংসদে পাঠিয়ে দেখেছেন। আবারো একই ভূল করলে বাবুগঞ্জ-মুলাদীর জনগন ৫ বছর পিছিয়ে যাবে।
আমার বাবা একজন শিক্ষক ও সাবেক চেয়ারম্যান ,ভাই বর্তমান চেয়ারম্যান । তাদের বিরুদ্ধে কোন বরাদ্ধের অর্থ লোপাটের অভিযোগ নেই। সর্বপরি বলতে চাই আসন্ন নির্বাচনে পাশে থাকুন। আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দেব। জনগন এখন আর ফাঁকা বুলিতে বিশ্বাস করে না।
বাবুগঞ্জ-মুলাদীর জনগণ বিগত দশ বছরে এখানকার উন্নয়ন দেখেছে। আসন্ন নির্বাচনে ভূল শুধরে উন্নয়নের স্বার্থে এক জোট হয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনাদের দুয়ারে এসেছি। দল মতের উর্দ্ধে উঠে একবার সুযোগ দিন। পাঁচ বছর দুই উপজেলার মানুষের সেবা করতে চাই। আশাকরি নির্বাচিত হলে আগামীতে ভোট চাইতে হবে না।
মঙ্গলবার (৪ ডিসেম্বর ) বিকেলে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ আতিকুর রহমান আতিক এসব কথা বলেন। দেহেরগতি (রানী স্কুল) ঈশ^র নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় ইয়াকুব হাওলাদারের সঞ্চালনায় ও আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ইউপি সদস্য বাবুল, মহিলা ইউপি সদস্য তসলিমা, সাবেক ইউপি সদস্য মোঃ হারুন, স্থানীয় সমাজ সেবক ওহাব হাওলাদার,মনির হাওলাদার প্রমুখ।
Leave a Reply