রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের এয়ারপোর্ট থানাধীন (পশ্চিম রহমতপুর) বরিশাল-ঢাকা মহা-সড়কের কামিনি পাম্পের বিপরীতে রাতের আধারে ২৮টির বেশি গাছ শুত্রুতা আদায়ে কর্তন করেছে দূবৃত্তরা। রবিবার সন্ধা ৮টার দিকে ওই এলাকার মোঃ শাহজাহান জোমাদ্দার এর ক্রয়কৃত ১০ শতক জমিতে ৪/৫ বছর আগে ৩০টির বেশি রোপিত আকাশ মনি,মেহগনী,রেইনট্রি গাছ কর্তন করে পালিয়ে যায় দূবৃত্তরা। ঘটনা স্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার পুলিশ কর্মকর্তা মোঃ নাসির হোসেন। এঘটানায় অজ্ঞাত আসামী করে একটি মামলার প্রস্তুতি চলছে। গাছের মালিক শাহজাহান জোমাদ্দারের ছেলে শিক্ষক আরিফুর রহমান সুমন বলেন, গাছ কর্তনের সাথে কারা জরিত এখনো জানা সম্ভব হয়নি। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।
Leave a Reply