মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন কাঠামোর ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তকরণের দাবিতে বরিশালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেন বরিশাল জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ কর্মসূচি ছিল বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল জেলা ও বিভাগের সভাপতি এস.এম হেদায়েতুন্নবী জাকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।
সভায় বক্তারা বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের জন্য বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টির দাবি জানান। একইসঙ্গে তারা যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে একটি স্বতন্ত্র ও কার্যকর নিয়োগবিধি প্রণয়নের জোর দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র রায়, বেঞ্চ সরকার মো. কামরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির তারিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সোহাগ হোসেনসহ বরিশালের সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা।
সভাপতির বক্তব্যে এস.এম হেদায়েতুন্নবী জাকির বলেন, “আমাদের দুই দফা যৌক্তিক দাবি। সরকার দাবি মেনে না নিলে কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের পরবর্তী ঘোষিত কর্মসূচি বরিশাল জেলা ও বিভাগ প্রতিজ্ঞাবদ্ধভাবে পালন করবে।”
কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলার শিকার। বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও এখনো তাদের কাঠামোগত উন্নয়ন হয়নি।
Leave a Reply