মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে চলা বিতর্ক ও অনিশ্চয়তা নতুন মোড় নিয়েছে। সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রাথমিকভাবে ৯৩ জন নিহতের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের পরিচয়-সহ প্রকাশিত এই তালিকা আবারও জাতীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এক বিবৃতিতে জানান, “তালিকাটি এখনো চূড়ান্ত নয়। যাচাই-বাছাই করে পরে আরও নাম যোগ হতে পারে।” তিনি আরও বলেন, সংগঠনটি এবার নিহতদের পরিচয় নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করে তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
এই তালিকা প্রকাশের মাধ্যমে হেফাজত তাদের দীর্ঘদিনের দাবি আরও শক্তিশালী করতে চায়। এর আগে নিহতদের সংখ্যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও নির্দিষ্ট কোনো প্রমাণ বা তালিকা না থাকায় অনেকেই সংগঠনের দাবিকে প্রশ্নবিদ্ধ মনে করতেন।
প্রসঙ্গত, ওই রাতে আইনশৃঙ্খলা বাহিনী শাপলা চত্বর এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করে। ব্যাপক গুলিবর্ষণ ও টিয়ারশেল ব্যবহারের অভিযোগ রয়েছে। হেফাজতের দাবি, ওই রাতেই বহু নেতাকর্মী নিহত হন। তবে সরকারপক্ষ বারবার দাবি করেছে, অভিযানে কেউ মারা যায়নি।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সে সময় ৬১ জন নিহত হওয়ার কথা বললেও সরকারিভাবে তা অস্বীকার করা হয়। হেফাজতও এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করেনি।
হেফাজতের নতুন তালিকা একদিকে যেমন হতাহতের বিষয়টি নতুনভাবে উত্থাপন করেছে, অন্যদিকে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে পুরনো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। দেশের রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে এ নিয়ে আলোচনা তীব্রতর হচ্ছে।
তালিকাটি কতটা নির্ভরযোগ্য ও স্বচ্ছভাবে তৈরি হয়েছে, তা যাচাই না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না। তবে, এতদিন পর এই তালিকা প্রকাশ শাপলা চত্বর নিয়ে জাতীয় বিতর্ককে নতুন করে সামনে এনেছে।
Leave a Reply