মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল ॥ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার আবেদন খারিজ করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।
আজ সোমবার (৫ মে) দুপুরে বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এই আদেশ প্রদান করেন। আদালত তার আদেশে উল্লেখ করেছেন, ঘটনা ঘটার পর ৩০ দিনের মধ্যে আবেদন না করায় এবং অন্যান্য আইনি সীমাবদ্ধতার কারণে মামলাটি গ্রহণযোগ্যতা পায়নি। ফলে আবেদনটি খারিজ করা হয়েছে।
ফয়জুল করীমের পক্ষের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো. হানিফ মিয়া জানান, আবেদনের গ্রহণযোগ্যতা না থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ১৭ এপ্রিল তিনি বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য।
বিচারক এই আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন ২৪ এপ্রিল, যা অনুষ্ঠিত হয় ৫ মে। তবে আদালতের রায়ে আবেদনটি খারিজ হওয়ায় এই প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল।
তবে উচ্চ আদালতে আপিলের সম্ভাবনার কারণে এই মামলা এখনও শেষ অধ্যায়ে পৌঁছায়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
Leave a Reply