বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ হাইকোর্টের রায়ে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না বলে ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। রায়ে আদালত বলেন, যারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে যারা এই পদবি ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই রায়টি সারা দেশের চিকিৎসক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চিকিৎসকদের দাবি, শুধু এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ব্যক্তিরাই ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন, এর বাইরে অন্য কেউ এ পদবি ব্যবহার করতে পারবেন না। এই দাবিকে সমর্থন জানিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচির মধ্যে ক্লাস বর্জন, কর্মবিরতি এবং প্রতিবাদসহ নানা পদক্ষেপ রয়েছে।
এদিকে, রায়ের পর চিকিৎসকরা দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন, তাদের আন্দোলন চলতে থাকবে, যদি তাদের অন্য দাবিগুলোর প্রতি সরকার গুরুত্ব না দেয়। তাদের অন্যতম দাবি হলো, রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে না পারে এবং প্রাইভেট প্র্যাকটিসের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। পাশাপাশি, চিকিৎসকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করার দাবিও রয়েছে।
চিকিৎসকদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। তারা দাবি করেছেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের (ম্যাটস) কারিকুলাম সংস্কার করতে হবে এবং মানহীন সব ম্যাটস বন্ধে বিশেষ অভিযান চালাতে হবে। পাশাপাশি, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) নির্ধারণ করার দাবি জানানো হয়েছে।
চিকিৎসকদের ৫ দফা দাবি উল্লেখ করে তারা বলেছেন, তারা এই দাবিগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ দেখতে চান। আগামীতে তাদের আন্দোলন তীব্র হতে পারে যদি তাদের দাবির প্রতি সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে।
Leave a Reply