মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট দেখতে চায়। তিনি সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।
সারাহ কুক বলেন, “আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানলাম এবং আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট চাই।” তিনি আরও বলেন, যুক্তরাজ্য সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আশা করে।
বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেটও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এমন একটি নির্বাচন দেখতে আমরা প্রস্তুত, যাতে জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত হয়।”
এছাড়া, বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মতবিনিময় হয়। ব্রিটিশ হাইকমিশনারের এ সফর বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Leave a Reply