রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়ায় ধানক্ষেত থেকে চার ডাকাতকে আটক করে গনধোলাই দিয়ে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। শনিবার দুপুরে উপজেলার রজপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রামপুর গ্রামের মিল্টন সরদারের ছেলে মিন্টু সরদার (২০), কালকিনির কড়কীর গ্রামের সত্তার সিকদারের ছেলে আজিজুল ইসলাম সিকদার (২৬), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের আলী আক্কাসের ছেলে আরমান শেখ (৩২) ও পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ি গ্রামের নুরুল হকের ছেলে নিজাম (৩৫)।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আমতলী উপজেলা থেকে সাকুরা পরিবহনের একটি বাসে শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে তারা ওই স্পটে নামে। স্থানীয়রা ধানক্ষেত থেকে তাদের পাকড়াও করে দুপুরে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।রাতভার জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হওয়া যায় এরা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Leave a Reply