মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ মামলা দায়ের করে। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, মামলার ভিত্তি ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়ম। অভিযোগে বলা হয়, নগদে ব্যাপক অর্থ আত্মসাত, সরকারি ভাতা তোলার অযোগ্য হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ তোলার মতো অনিয়ম ঘটেছে।
অভিযুক্তদের মধ্যে সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক এবং ডাক বিভাগের সাবেক মহাপরিচালকও রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, নগদের আর্থিক অনিয়মগুলি, বিশেষত ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি এবং সরকারি ভাতার এক হাজার ৭১১ কোটি টাকা অননুমোদিতভাবে তুলে নেওয়া, এগুলিই তদন্তের ভিত্তি হিসেবে কাজ করেছে।
এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নগদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়, যার মূল কারণ ছিল নগদের পরিচালন ব্যবস্থায় বিভিন্ন অনিয়মের অভিযোগ। পরবর্তীতে নিরীক্ষায় এসব অনিয়ম চিহ্নিত হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংক নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে এবং এ বিষয়ে আরও তদন্ত শুরু হবে।
Leave a Reply