শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ উত্তরবঙ্গের বিভিন্ন দাবি-দাওয়ার প্রতি নজর না দেওয়ায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। রংপুরসহ উত্তরবঙ্গের ছাত্র-জনতা সোমবার (১১ নভেম্বর) বিকালে ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং সরকারকে হুঁশিয়ারি দেয় যে, যদি উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ না দেওয়া হয়, তবে তারা উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করবে।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রনেতারা দাবি করেছেন, প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে এক নম্বর জেলা করার প্রতিশ্রুতি দিলেও, উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত হয়নি। তারা বলেছেন, “উত্তরবঙ্গের মানুষের সমস্যাগুলো তুলে ধরার জন্য এখানকার উপদেষ্টা প্রয়োজন, কিন্তু তাতে এখনও উপেক্ষিত রয়েছে উত্তরবঙ্গের দাবী।”
কর্মসূচিতে বক্তব্য রাখেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, রাজিমুজ্জামান হৃদয়, নাহিদ খন্দকার, আলমগীর নয়ন এবং অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বৈষম্যের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগে ছাত্র-জনতা জেগে উঠেছিল এবং শেষ পর্যন্ত পতন হয়েছে শেখ হাসিনা সরকারের।”
তারা আরো বলেন, রংপুর থেকে উপদেষ্টা না রাখার বিষয়টি একপ্রকার রংপুরবাসী ও উত্তরবঙ্গের প্রতি অবহেলা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রংপুরবাসী এই বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং ‘লাশ চাই উত্তরের, সব শাসক হবে দক্ষিণের?’ শীর্ষক প্রতিবাদ জানাচ্ছে।
এদিকে, রবিবার নতুন তিনজন উপদেষ্টার শপথ গ্রহণের পর রংপুরবাসীর মধ্যে ক্ষোভ আরও বেড়ে গেছে, বিশেষ করে রংপুর থেকে কোনো উপদেষ্টা না থাকায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। অনেকে ফেসবুকের প্রোফাইলের রং লাল করে ক্ষোভ প্রকাশ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা মণ্ডলীতে রংপুরসহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ করার দাবি জানিয়েছে। তারা আরো বলেছেন, সাবেক ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, তাদের এই দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন।
Leave a Reply