রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার অন্যতম আসামী আবু সাঈদ রাড়ী ৭/৮টি মোটরসাইকেল নিয়ে বুধবার দুপুরে গুঠিয়া সহ উজিরপুরের বিভিন্ন এলাকায় মহরা দেওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ওই হত্যা মামলায় সে সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বলে জানা গেছে।বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের ব্যক্তিগত সহকারী(পিএস) আবু সাঈদের নাম জল্লা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যায় জড়িয়ে পড়ায় জল্লা সহ পাশর্বর্তী হারতা ও সাতলা ইউনিয়নের অর্ধ লক্ষাধিক সংখ্যালঘু সম্প্রদায় সহ এলাকার সাধারণ মানুষের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়।বুধবার দুপুরে আবু সাঈদ তার সহযোগীদের নিয়ে ফ্লিমি স্টাইলে মোটরসাইকেল মহরা দিয়ে নিজের দম্ভের জানান দেওয়ায় নিহত বিশ্বজিৎ হালদার নান্টুর স্বজন সহ এলাকাবাসীর ক্ষত বিক্ষত সেই হৃদয়ে নতুন করে রক্তক্ষরণ শুরু হওয়ার পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে।
Leave a Reply