মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিমন (২২) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত যুবককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ১৪ নভেম্বর বেলা ১১ টায় নগরীর ১ নং ওয়ার্ডের কাউনিয়ার বিসিক রোড কমিশনার গলিতে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা গেছে, ঐ এলাকার বাসিন্দা রিমা বেগমের এক খন্ড মাতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে তারই ছোট ভগ্নিপতি সুমন ওরফে (পিচ্চি সুমন) । সেই সূত্র ধরে ঘটনার দিন বেলা ১১ টায় সুমন রিমার ছেলে রিমন কে হত্যার উদ্দিশ্যে রামদা, ছোড়া দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে তার মা ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েলের প্রস্তুতি চলছে।
Leave a Reply