রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূঘটনায় নিহত এক ও আহত হয়েছেন ৩জন। গুরুতর আহতের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী পয়সাহাট নামক স্থানে মালবাহী পিআপকে অটোভ্যান সাইড দিতে গিয়ে সড়কের পাশে ছিটকে পরে যায় অটোভ্যানটি। স্থানীয়রা আহত লিয়াকত বেপারী, বাবুল খান, হাফিজুল ইসলাম, ভ্যান চালক মতিয়ার তালুকদার গুরুতর অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় ওই দিন সন্ধ্যায় যাত্রী লিয়াকত বেপারী মারা যায়। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply