রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগ মুহূর্তে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ কর্মী ও সমর্থক আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌডুবি বাজার সংলগ্ন মনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইলিয়াস মাহমুদ শিপনের কর্মীরা যাওয়ার পথে মনিপাড়া এলাকায় পথরোধ করেন চেয়ারম্যানের লোকজনের।
এ সময় তাদের ধাওয়া করেন চেয়ারম্যানের অনুসারীরা। একপর্যায়ে উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে একে তিন দফায় সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১১ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
এ বিষয়ে ইলিয়াস মাহমুদ শিপন জানান, আমাদের লোকজন নিয়ে সম্মেলনে যোগ দিতে চেয়েছি। কিন্তু চেয়ারম্যানের লোকজন আমাদের পথরোধ করে রেখেছে। আমাদের সম্মেলনে প্রবেশ করতে দেয়নি। তারা আমাদের লোকজনকে মারধর করেছে।
নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে সম্মেলন বন্ধ হয়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Leave a Reply