রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ অপ্রাকৃতিক বর্জ্য,পলিথিন ও মানুষের সৃষ্ট দূষণে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত ময়লা-আবর্জনায় ভরে গেছে। এ জঞ্জাল দূরীকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ। আজ শুক্রবার দুপুরে ‘সমুদ্রকে পরিষ্কার রাখি, দূষণমুক্ত দেশ গড়ি’ এ স্লোগান নিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত দূষণমুক্ত করার কাজ শুরু হয়।
এর আগে কুয়াকাটা সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে ব্যবসায়ী ও পর্যটকদের সচেতনতার উদ্দেশ্যে সৈকতের জিরো পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কুয়াকাটা পৌর শহর প্রদক্ষিণ করে সৈকতে এসে শেষ হয়। এরপর রোভার স্কাউট, গার্ল্ডস গাইড এবং ব্লু গার্ড, টোয়াক ও পর্যটকদের সমন্বয়ে সৈকতের প্রায় দুই কিলোমিটার এলাকার সকল বর্জ্য অপসারণ করা হয়। এ সময় প্ল্যাকার্ড হাতে পর্যটকদের সচেতনতার জন্য জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এরপর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে ও আবু হানিফের সঞ্চালনায় বিচ ক্লিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক এস এম মিজানুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলুল হক, জেলা রোভার স্কাউটের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহাঙ্গীর আলম, শাকিলা ইয়াসমিন প্রমুখ।
Leave a Reply