রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি ॥ উপকূলীয় কলাপাড়ার করোনাক্রান্ত সর্বস্তরের মানুষের মাঝে যথাযথ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও মাক্স, ফ্লামিটারসহ অন্যান্য উপকরণ প্রদান করেছে বে-সকারি সংস্থা কোডেক। বুধবার দুপুরে কলাপাড়া হাসপতালের চিকিৎসক, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদারের কাছে নেদারল্যান্ড এর অর্থায়নে কার্ক ইন এ্যাকশন অর্থায়নে এসকল গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ প্রদান করা হয়।
কোভিড-১৯ ইমার্জেন্সি মেডিকেল এ্যাসিস্ট্যান্ড এন্ড ভেক্সিনেশন সাপোর্ট প্রকল্পে আওতায় কলাপাড়া হাসপাতালে তিনটি অক্সিজেন সিলিন্ডার, তিন পিস অক্সিজেন সিলিন্ডার ফ্লামিটার, রোগি স্থানান্তরের তিনটি ট্রলি, অক্সিজেন মাক্স তিন পিস, এক হাজার পিস হ্যান্ড গ্লোবস, সার্জিক্যাল মাক্স ৬০০ পিস, হ্যাক্সিসল ১৩০ পিস, হ্যান্ডস্যানিটাইজার ১৩০ পিস প্রদান কালে উপস্থিত ছিলেন কোভিড-১৯ ইমার্জেন্সি মেডিকেল এ্যাসিস্ট্যান্ড এন্ড ভেক্সিনেশন সাপোর্ট প্রকল্প কো-অর্ডিনেটর মাহাবুব উদ্দিন, ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন প্রমূখ।
Leave a Reply