রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ ইউপি নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চার বহিরাগতকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর হোসেন।
সাজাপ্রাপ্তরা হলেন- পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার মনিরুজ্জামন চৌধুরীর ছেলে সজিব চৌধুরী (৩২), সোহরাব সরদারের ছেলে মো. শাকিল (৩৩), সাইদুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (২৪) ও ইব্রাহিম হাওলাদারের ছেলে আল-আমিন (৩০)।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, বহিরাগতরা প্রবেশ করে নির্বাচনের পরিবেশ প্রভাবিত করছেন এমন অভিযোগের ভিত্তিতে কোড়ালীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগের সত্যতা মিললে ওই ৪ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply