শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জ শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে হকার জুবায়ের হোসেন হত্যার মামলার প্রধান আসামি ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে বরিশাল জেলার উজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
ইকবাল সোনারগাঁ উপজেলার বুরুমদী গ্রামের আব্দুস সামাদের ছেলে। সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক জানান, শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার সময় হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে প্রধান আসামি ইকবালসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের পাশাপাশি এই মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় সিসি টিভি ও ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ইকবাল তার অপরাধের কথা স্বীকার করেছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ
নিহত জুবায়ের সদর উপজেলার ফতুল্লা থানার উত্তর মাসদাইর এলাকার আমজাদ হোসেনের ছেলে। বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে একটি জুতার দোকানে সে চাকরি করতো।
Leave a Reply