শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
সাড়া দেশেরে ন্যায় আগামিকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ বছর বরিশালের বাবুগঞ্জে ৩ হাজার ৩ শত ৬৬ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। ১ নভেম্বর থেকে অনুষ্ঠিত এ পরীক্ষা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়,পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এবার জেএসসিতে ২ হাজার ৯ শত ৬ জন ও জেডিসিতে ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ বছরও বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষার ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে, আলাদা করে বৃত্তি পরীক্ষা দিতে হবে না। বাবুগঞ্জ উপজেলায় মোট ৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্রগুলো যথাক্রমে বরিশাল ক্যাডেট কলেজ,রাশেদ খান মেনন উচ্চ ম্যাধমিক বিদ্যালয়, মাধবপাশা চন্দ্রদীপ স্কুল এ্যান্ড কলেজ, বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আগরপুর আলতাফ মেমরিয়াল ম্যাধমিক বিদ্যালয়,মধ্য ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়, খানপুর আলিম মাদ্রাসা। শতভাগ নকলমূক্ত ও নির্বিগ্নে পরিক্ষার সম্পাদনের জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে সরকারী প্রথম শ্রেণির কর্মকর্তা সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার।
Leave a Reply