সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় দাবিকৃত চাঁদা না দেয়ায় ইউপি সদস্য শাহনাজ বেগম (৩৫) ও তার ছেলে মো. তাওহিদুর রহমান শান্তকে (১৫) শারীরিকভাবে লাঞ্ছিত ও তাদের দোকন ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের বাজারে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের শনিবারের বাজারে দীর্ঘদিন ধরে ওই এলাকার বশার প্যাদা (২৮), ইমরান হোসেন সবুজ (৩৫) মাদক ব্যবসাসহ চাঁদাবাজি করে আসছেন। শনিবার সন্ধ্যায় নারী ইউপি সদস্য শাহনাজ বেগমের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। দাবিকৃত চাঁদা না দেয়ায় বশার প্যাদার নেতৃত্বে ১০/১২ জন শাহনাজ বেগমের সার দোকান ভাঙচুর ও শাহনাজ বেগমকে লাঞ্চিত করেন।
ইউপি সদস্য শাহনাজ বেগম বলেন, বশার ও সবুজ চিহ্নিত মাদক ব্যবসায়ী। গতকাল (শনিবার) আমি চরশিবা বাজারে দোকান ঘর তুলতে গেলে চাঁদা দাবি করে এবং আমার ছেলে মো. তাওহিদুর রহমান শান্ত ও আমাকে লাঞ্ছিত করে।
এ বিষয়ে বশার প্যাদা বলেন, আমি কখনও কোন চাঁদাবাজি করি নাই। আমার সাথে ওই ইউপি সদস্যের পূর্বের বিরোধ রয়েছে। চরকাজল পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুন্নবী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply