রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, করোনার ভারতীয় ধরন যেন দেশে ছড়িয়ে না পড়ে এজন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার দুপুর ১২টায় ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের নিয়ে নেবেন। সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে।
৬৭ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দে মেসার্স মনির এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। পরে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। এ সময় অতিথিরা মোনাজাতে অংশ নেন।
অপরদিকে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি-২ আসনের এমপি হোসেন আমু।
Leave a Reply