মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ আসন্ন ঈদুল ফিতরকে উপলক্ষ করে শহর ছাড়ছে লক্ষ লক্ষ মানুষ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যে যেরকম পারছেন নানান কৌশল অবলম্বন করে সবাই পরিবারকে নিয়ে ঈদ করার জন্য শহর ছেড়ে গ্রামে আসছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিদিন এই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসংখ্যা একটু বেশি সবাই পরিবারের সাথে ঈদ করার জন্য শহর ছেড়ে গ্রামে ভিড় করছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এতে করে গ্রামগঞ্জে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। দেশে চলছে করণা মহামারী তবে শহরের তুলনায় গ্রামগঞ্জে আক্রান্তের সংখ্যা অনেক কম। কিন্তু আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষ যে হারে শহর ছেড়ে গ্রাম গঞ্জের দিকে ধাবিত হচ্ছে তাতে করে করণা সংক্রমণ বেড়ে যেতে পারে গ্রামগঞ্জে।
এছাড়াও গ্রাম গঞ্জের বাজার গুলোতে ঈদের কেনাকাটা করার জন্য ভিড় ছিল লক্ষণীয়। তবে স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে সবাই ছিল উদাসীন। আর কাস্টমারদের মধ্যে ঢাকা থেকে আগত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হোম করেন্টাইন না মেনেই যে যার মতো বাজারে কেনাকাটা ও ঘোরাফেরা করছে। যে কারনেই বিশেষজ্ঞরা ধারণা করেছেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে।
Leave a Reply