শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥
বানারীপাড়ায় গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ইলুহার ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের সাথে গণসচেতনতা মূলক সভা করেছে স্থানীয় প্রশাসন।২৭ অক্টোবর শনিবার বিকেলে ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে সমাজের জন্য গুরুত্বপূর্ন এ সভা অনুষ্ঠিত হয়।
আমিনুল ইসলাম সোহেলের সঞ্চালনায় ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে সামাজিক ব্যাধী নিয়ে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান ও ইলুহার ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক মো. মিজানুর রহমান। এ সময় অত্র ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,মসজিদের ইমাম,ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ,মন্দিরের পূরহীত ও ইউপি সদস্যরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply