রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় আট বছরের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ইসমাইল দফাদার (৬০) নামে এক বৃদ্ধের পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায়।
ইসমাইল দফাদার ওই এলাকার তোমেজ দফাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুটি ঘাস তুলতে যায়। সেখান থেকে আসার সময় ইসমাইল দফাদার তাকে পাশবিক নির্যাতন করে। এরপরে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়।
শুক্রবার বিকেলে সংবাদকর্মীরা শিশুটির পরিবারকে বরগুনা সদর থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে শিশুটির নানা থানায় অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, ইসমাইল দফাদার এর আগেও এ রকম কাজ করেছে। তখন ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মিটমাট করা হয়। ওই সময় স্থানীয়রা তাকে জুতাপেটাও করে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম তারিকুল ইসলাম বলেন, আমি এ ঘটনা শুনেছি। শিশুটির পরিবার আমার কাছে এসেছিলেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply