শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাকির ঘরামীকে কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত বখাটেরা। গুরুতর অবস্থায় ওই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত প্রধানশিক্ষক জাকির ঘরামী উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আবুল কাসেম ঘরামীর পুত্র। জানা গেছে, শিক্ষার্থীদের লেখা পড়ায় বিঘ্ন ঘটায় স্কুলের পাশে আমিনুল বালীর দোকানের ভাড়া দেয়া কেরাম বোর্ড স্কুল চলাকালীন সময় খেলতে নিষেধ করেন প্রধানশিক্ষক জাকির ঘরামী। প্রধানশিক্ষকের নিষেধ উপেক্ষা করে ক্লাশ চলাকালীন সময় কেরাম বোর্ড ভাড়া অব্যাহত রাখায় শনিবার ওই বোর্ড ভেঙ্গে ফেলেন জাকির ঘরামী।
এতে ক্ষিপ্ত হয়ে শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বখাটে শামীম ফকির, আমিন ফকির ও ইসাহাক আলী শিক্ষক জাকিরকে মোবাইল ফোনে বাড়ি থেকে রাস্তায় ডেকে এনে কুপিয়ে জখম করে। থানার ওসি আফজাল হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
Leave a Reply