শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
বেতাগী প্রতিনিধি॥ আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনার বেতাগীতে মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বেতাগীর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলাম গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন।
শহীদুল ইসলাম জানান, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের উপজেলা সভাপতি ও বর্তমান মেয়র এবিএম গোলাম কবির, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির আহবায়ক ও পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মহসিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নয় জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে তিনি জানান। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।
Leave a Reply