শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বিভিন্ন উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিক ও সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর যৌথ উদ্যেগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, মুলাদি উপজেলার কাজিরচর মাধ্যমিক বিদ্যালয় ও বানাড়ীপারা উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে এ দিবসটি উপলক্ষে র্যালী,আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন করা হয়েছে।
হাত ধোবো নিয়মিত থাকব সবাই স্বাস্থ্য সম্মত এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিমান্তিক এর টিম লিডার ডাঃ এসএম রুহুল আমিন, জেলা নিউট্রেশন সুপারভাইজার ইসরাত জাহান, প্রধান শিক্ষক নুরুল হক সরদার,সিদ্দিকুর রহমান, উপজেলা নিউট্রেশন সুপারভাইজার মাহবুব মোর্শেদ খান,আরিফুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ও ২১ জন পুষ্টি সংগঠক।
Leave a Reply